লক্ষ্মীপূজোর নাড়ু দেশে বাবাকে ফোন করেছিলাম। আমার মায়ের ফোনটা এখন বাবা ব্যবহার করেন। প্রথমবার ডায়াল করতে সাত আটটি রিং হয়ে ফোন থেমে গেল। কী ব্যাপার! বাবা কেনো ফোন ধরলেন না , মনে একটু ভয় ধরে গেল। তবে কি বাবা অসুস্থ ? সম্প্রতি মা মারা যাওয়ার পর এই ব্যাপারটা খুব বেশী করে মনে হয়। মা বেঁচে থাকতে ফোন করে মায়ের সাথেই কথা বলতাম , বাবার সাথে কথা বলতাম নববর্ষ , পূজা , জন্মদিন , বিবাহ বার্ষিকীতে। বাবার বয়স হয়েছে , মোবাইল ফোনের সাউন্ড খুবই কম মনে হয় উনার কাছে , আমরা কথা বলে যাই , আর উনি শুধু ' হ্যালো ' হ্যালো ' করতে থাকেন। দু তরফেই বিরক্তির মাত্রা বাড়তে থাকে বলে বাবার সাথে কথা না বলে মায়ের কাছ থেকে সমস্ত সংবাদ জেনে নিতাম। এখনতো আর মা নেই , বাবার খোঁ জ বাবার কাছ থেকেই নিতে হবে। সেজন্যই বাবা ফোন না ধরায় মনটা কেমন করে উঠেছে। মাথায় আসেনি , বাবা তো ফোনের রিং শুনতে পান নি। ব্যাকুল হয়ে ভাইয়ের নাম্বারে কল দিতেই জানতে পারলাম , বাবা ভাল আছেন। ভাইয়ের ফোন হাতে নিয়েই বাবা বললেন , ' হ্যালো '!
বাংলা সাহিত্য। অনলাইন বাংলা ম্যাগাজিন